গ্যাস সংযোগ গ্রহণের জন্য আবেদনকারী নিম্নোক্ত কাগজ পত্রের স্ক্যান কপি/সফট কপি আবেদনপত্র জমাদানের পূর্বে সঙ্গে থাকিতে হইবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীর পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি।
ট্রেড লাইসেন্স।
টিআইএন সনদপত্র।
নিবন্ধনকৃত কোম্পানী হইলে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস এন্ড এসোসিয়েশন এবং সার্টিফিকেট অব ইনকরপোরেশন।
জমির মালিকানার দালিলিক প্রমাণ (দলিল/ হোল্ডিং নম্বর/ পর্চা/ খাজনার রশিদ যে কোন একটি)।
ভাড়াকৃত স্থানে স্থাপিত হইলে ভাড়ার চুক্তিপত্র (যাহাতে গ্যাস সংযোগ সম্পর্কিত এবং বিল প্রদান সম্পর্কিত বিষয় উল্লেখ থাকিবে)। এক্ষেত্রে ৬ (ছয়) মাসের নিরাপত্তা জামানত প্রদান করিতে হইবে।
ফ্যাক্টরীর লে-আউট প্ল্যান।
প্রস্তাবিত গ্যাস পাইপ লাইনের ১ (এক) কপি নকসা।
স্থাপিতব্য গ্যাস সরঞ্জামাদির কারিগরী ক্যাটালগ।
(স্থানীয়ভাবে প্রস্তুতকৃত/ সংযোজিত ও পুরাতন সরঞ্জামাদির কারিগরী ক্যাটালগ প্রদান করা সম্ভব না হইলে ড্রইংসহ বিস্তারিত বিবরণ দাখিল করিতে হইবে। এই ক্ষেত্রে কমিশনিং এর পর উক্ত সরঞ্জামাদির লোড পূনঃনির্ধারণ করিতে হইবে।)।